Wellcome to National Portal
Main Comtent Skiped

হর্টিকালচার সেন্টার, ঝিলংজা, কক্সবাজার সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন জাতের ফল, ফুলের চারা/কলম এবং স্পন, মাদার, কাঁচা মাশরুম ও শুকনা মাশরুম বিক্রয় করা হয়। যোগাযোগ উপপরিচালক- , উপসহকারী উদ্যান কর্মকর্তা- ০১৮৪৩-৩৯০৪৩৩


At a glance

কক্সবাজার জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত হর্টিকালচার সেন্টার, ঝিলংজা, কক্সবাজার এর কার্যক্রম ১৯৬০ সালে নারিকেল সুপারি উন্নয়ন প্রকল্প হিসাবে কার্যক্রম আরম্ভ হয়। প্রতিষ্ঠার পর  থেকেই অত্র সেন্টার এই জেলার মান সম্পন্ন চারা/ কলমের চাহিদা পূরণ করে আসছে। সেন্টারের মোট আয়তন ১০.০০ একর। তিনটি ভাগে বিভক্ত এই সেন্টারের একপাশে কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং অপর পাশে বিজিবির ব্যাটালিয়ন অবস্থিত।