Wellcome to National Portal
Main Comtent Skiped

হর্টিকালচার সেন্টার, ঝিলংজা, কক্সবাজার সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন জাতের ফল, ফুলের চারা/কলম এবং স্পন, মাদার, কাঁচা মাশরুম ও শুকনা মাশরুম বিক্রয় করা হয়। যোগাযোগ উপপরিচালক- , উপসহকারী উদ্যান কর্মকর্তা- ০১৮৪৩-৩৯০৪৩৩


Achievements

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ

ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পুরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত বছরে উদ্যান ফসল তথা- সবজী, ফল ও ফুলের বাম্পার উৎপাদন করতে সক্ষম হয়েছে। হর্টিকালচার উইং এর আওতাধীন হর্টিকালচার সেন্টার ঝিলংজা, কক্সবাজার। উদ্যান ফসল সম্প্রসারণে উল্লেখযোগ্য কার্যক্রম চলমান রেখেছে। এ কার্যক্রমে চাষীদের মাঝে উন্নতমানের চারা/কলম, বীজ উৎপাদন ও বিতরণ কর্মসুচী জোরদার করা হয়েছে। বিগত তিন বছরে অত্র হর্টিকালচার সেন্টারের মাধ্যমে ৯৬৮৮৫ টি ফলের চারা, ২৩২০০ টি ফুলের চারা/কলম, ২৮০০ টি শোভাবর্ধনকারী চারা/কলম, ১৮২৭ টি ঔষধী চারা/কলম, ১৫১৪০টি মসলা জাতীয় চারা/কলম, ১১০৭০০ টি সবজী চারা উৎপাদন করা হয়েছে । যা থেকে বিগত তিন বছরে ২৫৮০৪৮৮টাকা রাজস্ব আয় হয়েছে ।